আরজিকরের নৃশংস ধর্ষণ ও হত্যাকান্ডের পরে শুধু রাজনৈতিক মহল নয়, সামাজিক স্তর থেকেও আওয়াজ উঠছে, 'ফাঁসি' চাই অভিযুক্তের। ঠিক ধনঞ্জয়ের সময়ে যা হয়েছিল, আজ তার পুনরাবৃত্তি হচ্ছে। কিন্তু ফাঁসি দিলেই কি ধর্ষণ বন্ধ হয়ে যাবে আগামীকাল থেকে? আজ মুখ্যমন্ত্রী বিশেষ অধিবেশন ডেকে ফাঁসির স্বপক্ষে বিল আনতে চলেছেন। তাই এই আলোচনা জরুরি।
by প্রসূন আচার্য | 03 September, 2024 | 829 | Tags : Hanging Till Death Bill Encounter Killing R G Kar